28 January, 2021
শিরোনাম

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

 26 Nov, 2020   68 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) সংবাদদাতা:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধায় রাণীশংকৈল - নেকমরদ মহাসড়কে মিরডাঙ্গী কবরস্থান হাফেজী মাদ্রাসার সামনে উটকলবাহি একটি ট্রাক ও পাগলুর সংঘর্ষে আব্দুল মজিদ(৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শি ও থানা সুত্রে জানা গেছে এদিন সন্ধ্যায় মিরডাঙ্গী থেকে উটকলবাহি একটি ট্রাক নেকমরদ অভিমুখে যাচ্ছিল। অপরদিক থেকে একটি পাগলু আসছিল।

পাগলুটি ক্রসিং করতে গিয়ে সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মজিদের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে থানা নিয়ে আসে । গাড়ি দু'টির চালক পলাতক। রাণীশংকৈল থানার এ এস আই খাজিমউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ