23 January, 2021
শিরোনাম

‘পোপ আমার ছবি লাইক করেছেন, আমি স্বর্গে যাব’

 27 Dec, 2020   37 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

এক মডেলের সুইমসুট পরা ছবিতে পোপ ফ্রান্সিস লাইক দিয়েছেন। এ নিয়ে নেটদুনিয়ায় শোরগোল পড়েছে।ইনস্টাগ্রামে তার ছবিতে পোপ সত্যিই লাইক দিয়েছেন কি না প্রমাণ করতে মারগট ফোক্স কিছু স্ক্রিনশট শেয়ার করেছেন।পোপ ফ্রান্সিস অথবা ভ্যাটিকান সিটির তরফে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া নেই। কিন্তু এক শ্রেণীর মানুষ পোপের এমন কাজের তুলোধনা করেছেন। তাদের দাবি, একজন ধর্মীয় যাজক কী করে এমন ছবিতে লাইক দিতে পারেন!

মডেল মারগট ফোক্স-এর প্রতিক্রিয়া নিয়েও শোরগোল পড়েছে। তিনি লিখেছেন, ‘‘স্বয়ং পোপ আমার ছবি লাইক করেছেন। তার মানে আমি স্বর্গে যাব।’’

এর আগে নাতালিয়া গারিবোট্টো নামে এক মডেল পোপের বিরুদ্ধে এমন দাবি করেছিলেন। তারও একই কথা ছিল। 

২৭ বছর বয়সী নাতালিয়া দাবি করেছিলেন, তিনি তার ফলোয়ার্সদের নিয়ে ভ্যাটিকান রওনা দেবেন। 

তিনি আরও বলেছিলেন, আমার মা এই ছবিটাকে পছন্দ করেনি। কিন্তু পোপ পছন্দ করেছেন। আর কী চাই! যাই হোক, আমি স্বর্গে যাচ্ছি সেটা নিশ্চিত। 

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ