19 January, 2021
শিরোনাম

যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত, একদিনে মৃত্যু ৩,৩৯৮

 30 Dec, 2020   59 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

যুক্তরাজ্য থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের (কভিড-১৯) সবচেয়ে সংক্রামক ধরন যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। এদিকে দেশটিতে দৈনিক মৃত্যুও অনেক বেড়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন শনাক্ত হয়।

কলোরাডো অঙ্গরাজ্যে শনাক্ত হওয়া এক ব্যক্তিকে করোনার নতুন ধরনের (স্ট্রেইন) প্রথম রোগী মনে করা হচ্ছে।

এদিকে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে লাফিয়ে বেড়েছে মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৯৮ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ১ হাজার ৯৭২ জন।

 

বুধবার সকালে ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ১ লাখ ৯৫ হাজারের মতো সংক্রমিত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৯৯ লাখ ৭৮ হাজারে।

করোনার নতুন ধরন ছড়িয়ে পড়া যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড হয়েছে। দেশটিতে নতুন করে ৫৩ হাজার ১৩৫ আক্রান্ত হয়েছে। মোট সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ ৮৩ হাজারে। আরও ৪১৪ মৃত্যুতে মোট মৃত্যু সাড়ে ৭১ হাজার ছাড়িয়ে গেছে।

ইউরোপীয় ইউনিয়নের হেলথ এজেন্সি সতর্ক করে দিয়ে বলেছি, করোনার নতুন ধরনের কারণে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা বাড়বে। তবে এটি এ কারণে নয় যে, এই সংক্রমণ মারাত্মক, বরং এটি খুব সহজে ছড়ায়।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ