27 January, 2021
শিরোনাম

এবার চীনে নতুন ধরনের করোনা শনাক্ত

 01 Jan, 2021   52 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

এবার চীনে করোনার নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ কথা বলা হয়।

বুধবার প্রকাশিত চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) এক গবেষণা নোটে বলা হয়, দেশটিতে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন সংক্রমিত প্রথম ব্যক্তির বয়স ২৩ বছর। তিনি একজন নারী। তিনি সাংহাইয়ের বাসিন্দা। তিনি গত ১৪ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে চীনে ফেরেন।চীনের সিডিসি জানায়, ওই নারীর মধ্যে করোনার হালকা লক্ষণ দেখা যায়। তাই দেশে নামার সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়।

ওই নারীর নিউক্লিক অ্যাসিড পরীক্ষার ফলাফলে অস্বাভাবিকতা লক্ষ করা যায়। পাশাপাশি যুক্তরাজ্য থেকে আসার কারণে গত ২৪ ডিসেম্বর তার করোনা নমুনার জেনেটিক সিকোয়েন্সিং করেন চীনের স্বাস্থ্যবিশেষজ্ঞরা।

চীনা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ওই নারীর শরীরে করোনার যে ধরন পাওয়া যায়, তার সঙ্গে সাংহাই ও উহানের ধরনের মিল ছিল না। পরে আরও পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরনের সঙ্গে তার শরীরে সংক্রমিত ধরনের মিল রয়েছে।

চীনের সিডিসির বিবৃতিতে বলা হয়, ওই নারীর সান্নিধ্যে যিনি বা যাঁরা এসেছিলেন, তাদের শনাক্তে কাজ চলছে।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার জেরে গত ২৪ ডিসেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য দেশটির সঙ্গে সরাসরি ফ্লাইট স্থগিত করে চীন।

করোনার এই নতুন ধরন প্রথম শনাক্ত হয় যুক্তরাজ্যে। গত অক্টোবর থেকে দেশটিতে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়াচ্ছে। ধরনটি শনাক্তের পর গত ১৪ ডিসেম্বর এ-সংক্রান্ত তথ্য জানায় যুক্তরাজ্য। পরে যুক্তরাজ্যের বাইরে বিশ্বের আরো অনেক দেশে করোনার এই নতুন ধরন শনাক্ত হয়।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার জেরে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়।

করোনার নতুন ধরন আগের ধরনের তুলনায় দ্রুত ও বেশি ছড়ায় বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের তথ্যের বরাত দিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, করোনার আগের ধরনের তুলনায় নতুন ধরনের ছড়ানোর ক্ষমতা ৭০ শতাংশ বেশি।

তবে করোনার নতুন ধরন অধিক প্রাণঘাতী কি না, তার কোনো প্রমাণ এখন পর্যন্ত বিজ্ঞানীদের হাতে নেই।

 

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ