20 January, 2021
শিরোনাম

বড়দিনে সান্তা ক্লজের ভয়ঙ্কর উপহার, মৃত ২৬

 02 Jan, 2021   54 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

খৃষ্টানদের বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিনে সান্তা ক্লজ সেজে উপহার দেওয়ার রীতি বেশ জনপ্রিয়। কিন্তু সেই উপহার যে বয়ে আনবে ভয়ঙ্কর বিপর্যয় সে কথা ভাবেনি বেলজিয়ামের বাসিন্দারা। সান্তা ক্লজের উপহারে প্রাণ গেল ২৬ জনের।

জানা যায়, বড়দিনে এক ব্যক্তি উপহার দিতে গিয়েছিলেন বেলজিয়ামের একটি অবসরপ্রাপ্ত ব্যক্তিদের হোমে। তারপরই এক সঙ্গে ২৬ জনের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি সেখান থেকে ফিরে আসার কয়েকদিনের মধ্যেই করোনায় আক্রান্ত হন ওই হোমের বহু ব্যক্তি। তার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়।যে ব্যক্তি ওখানে গিয়েছিলেন, তিনি জানতেন না যে তার শরীরে করোনা ভাইরাস আছে। ওই ব্যক্তির আগে করোনা ছিল, না কি ওই হোমে কোনও ব্যক্তি আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন, তা এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সকলের শরীরেই একই ধরনের ভাইরাস মিলেছে। ক্রিসমাস উপলক্ষ্যে ৬ ডিসেম্বর বেলজিয়ামে সবাই সবাইকে উপহার দেন। এ বছর করোনার জন্য সেই প্রথা খানিক বদলেছে। সান্তা ক্লজ সাজা ব্যক্তি ওই হোমে উপহার দিতে অনেক পরে গিয়েছিলেন। তারপরই এই ঘটনা।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ