24 January, 2021
শিরোনাম

ভ্যাকসিন প্রয়োগের মধ্যেই যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ-মৃত্যু

 07 Jan, 2021   16 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

যুক্তরাষ্ট্রজুড়ে দুটি ভ্যাকসিনের গণহারে প্রয়োগ চলার পরও দেশটিতে একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃতের রেকর্ড হয়েছে। গতকাল বুধবার (৬ জানুয়ারি) একদিনে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয়েছেন রেকর্ড ২ লাখ ৬০ হাজারের বেশি। মারা গেছেন ৪ হাজারের উপরে।শুধু তাই নয় দেশটির অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে মার্কিন জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট।


দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ১৮ লাখ। আর মৃত্যু প্রায় ৩ লাখ ৭০ হাজার।

অন্যদিকে, ইউরোপেও গণহারে টিকা কার্যক্রম সত্ত্বেও প্রতিনিয়তই বেড়েই চলেছে করোনার সংক্রমণ। যুক্তরাজ্যে গেল এপ্রিলের পর প্রথমবারের মতো একদিনে সংক্রমণ ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে বুধবার একদিনেই মারা গেছেন ১ হাজার ৪১ জন। শনাক্ত হয়েছেন ৬২ হাজারের বেশি।

এদিকে, সংক্রমণ বাড়তে থাকায় যুক্তরাজ্যের স্কুলগুলোতে বুধবারের সকল পরীক্ষা বাতিল করা হয়। তবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, দেশজুড়ে চলডাউন চললেও ক্রমান্বয়ে আস্তে আস্তে তা তুলে নেয়া হবে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ