07 Jan, 2021 85 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বর্তমান করোনা কালীন সময়ে ও দেশের ক্রান্তিকালে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছে PEEP CARE FOUNDATION (PCF).
PCF এর Founder & President মোঃ আব্দুল কাইয়ুম ভুঁইয়া, Founder & Vice-president মোঃ মুসাদ্দেক হুসাইন এবং Founder & General secretary মোঃ তানভীর আহমেদ সৌরভ- এর নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন স্থান (ঢাকা,জামালপুর, কুমিল্লা, ফেনি) অঞ্চলে শীতবস্ত্রহীন মানুষের পাশে দারিয়াছে PCF.
আজ রাজধানীর ঢাকা মেডিকেলের সামনে অসহায় মানুষের পাশে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলো প্রিয়ংকর,মাইদুল,রেজা,
আলামিন, ধ্রুব,মোরসালিন,মুন্না।
PCF. এর Founder & President মোঃ আব্দুল কাইয়ুম ভুঁইয়া বলেন, "আমাদের এই সংগঠনটি একঝাঁক তরুণ শিক্ষার্থীদের নিয়ে গড়া। এই সংগঠনের সবাই আমরা সেচ্ছায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে।"
জনাব মুদ্দাদ হোসেন বেপারী
আলামীন সরকার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ মাজিদুল ইসলাম দিদার এই সংগঠনের পাশে সবসময় থাকায় তাঁদের কৃতজ্ঞতা জানায়।