28 January, 2021
শিরোনাম

বাংলাদেশ সফরের আগেই উইন্ডিজ শিবিরে করোনার থাবা

 08 Jan, 2021   21 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। বাংলাদেশ সফরের জন্য তাকে প্রাথমিক দলে রাখা হয়েছিল। তার পরিবর্তে এবার ক্যারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে কিয়ন হার্ডিংকে।

শুক্রবার (৮ জানুয়ারি) দেশটির ক্রিকেট বোর্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সরকারের দেওয়া শর্তাবলী অনুসারে, শেফার্ড গায়ানায় আইসোলেশনে থাকবে। দুর্ভাগ্যবশত তা দলের সফরের আগে শেষ হবে না। এই সফর থেকে ছিটকে যাওয়ায় বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে আছেন রোমারিও।

শেফার্ডের পরিবর্তে বাংলাদেশ সফরে আসবেন বার্বাডোসের ২৪ বছর বয়সী পেসার হার্ডিং। তিনি ১৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ২৪.১১ গড়ে নিয়েছেন ৫৪ উইকেট।এ দিকে সফরকারী দলের অন্যান্য সদস্যদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ