28 January, 2021
শিরোনাম

আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো, শুভকে প্রধানমন্ত্রী

 11 Jan, 2021   28 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে বায়োপিক ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং শুরু হচ্ছে। জানা গেছে, আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে ছবির শুটিং শুরু হবে। শুটিং শুরুর আগে ৯ জানুয়ারি দুপুরে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে সাক্ষাৎ করতে যান আরিফিন শুভ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, দীঘিসহ সিনেমাটিতে অভিনয় করা কয়েকজন।


আরিফিন শুভ বলেন, ‘ছবিটির শুটিং শুরুর আগে প্রধানমন্ত্রী হিসেবে নয়, বঙ্গবন্ধুকন্যা হিসেবে আপা আমাদের ডেকেছিলেন। আমাদের সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তার বাবা সম্পর্কে বলেছেন। আমরা বেশ কয়েক ঘণ্টা সেখানে ছিলাম। শেখ রেহানা আপাও ছিলেন। সেখান থেকে আসার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বললেন, শুভ আমার আব্বার চরিত্রটা ভালোভাবে করো।’আগামী ১৯ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে কয়েক দিনের একটা কর্মশালায় অংশ নেবেন ছবিটির অভিনেতা-অভিনেত্রীরা। তারপর ১০ এপ্রিল থেকে টানা শুটিং। ‘বঙ্গবন্ধু’ বায়োপিক পরিচালনা করছেন ভারতীয় চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।

 

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ