12 Jan, 2021 81 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামালের উদ্যোগে লক্ষ্মীপুরে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। মঙ্গলবার বিকালে দালাল বাজার ডিগ্রী কলেজ মাঠে ৫’শতাধিক শীতার্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, দালাল বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহে আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবিএম শেখ ফরিদ জীবন, জহিরুল আমিন জহির, সদর থানা পশ্চিম যুবলীগের আহবায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া, হামছাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক নিজাম উদ্দিন রনি প্রমুখ।