02 March, 2021
শিরোনাম

একটা ভালো ছবিই ঘুরিয়ে দিতে পারে ইন্ডাস্ট্রির চাকা-শাকিব

 18 Feb, 2021   56 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর তার নতুন সিনেমা ‘লিডার-আমিই বাংলাদেশ’ এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসে অল্প বাজেটে সিনেমা নির্মাণ করার উদ্যোক্তাদের ‘স্টুপিড’ বলে উল্লেখ করলেন শাকিব খান।

সম্প্রতি শাপলা মিডিয়াসহ বেশকিছু প্রযোজনা সংস্থা অল্প বাজেটে সিনেমা নির্মাণের দিকে ঝুঁকে পড়েছে। এর মধ্যে শাপলা মিডিয়া অল্প বাজেটে ১০০ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে। এসব উদ্যোগকে কটাক্ষ করেই বক্তব্য রাখলেন শাকিব।

শাকিব বলেন, ‘যেখানে পাশের দেশের ছোট্ট মালায়লাম ইন্ডাস্ট্রি এখন ৩শ’ কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, সেখানে আমরা নাকি ১০/২০ লাখে নেমে এসেছি! হোয়াট আ ফিল্ম! যারা সিনেমাকে এ অবস্থায় নামিয়েছে তারা বলছেন, ‘ভাই না খেয়ে মরছে ইন্ডাস্ট্রির মানুষ। ওদের আমি কাজ দিচ্ছি।’ আমার কথা স্পষ্ট, তোমার কাজ দেওয়ার দরকার নাই। স্টুপিড! তুমি কে কাজ দেওয়ার?’’

এরপরই বলেন, ‘আমার ১০০/৫০০ ছবির দরকার নেই। একটা ভালো ছবিই ঘুরিয়ে দিতে পারে ইন্ডাস্ট্রির চাকা। অনেকেই জানেন, আমার এমনও অনেক ছবি আছে যেটা এক মাস চালিয়ে ছয় মাসের লোকসান পুষিয়ে নেন হল মালিকরা। আমাদের সেই ছবিটি দরকার। আমার ছবি শুধু চালার সাগরিকায় চলবে, সেই স্বপ্ন এখন আর দেখলে হবে না। সঙ্গে প্যারিসের স্বপ্নটাও দেখতে হবে। যে স্বপ্নটা আমি দেখেছি এই ছবির প্রযোজক আশিক ভাইয়ের চোখে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ