05 March, 2021
শিরোনাম

শহীদ দিবস উপলক্ষে মাগুরায় হুইল চেয়ার বিতরণ

 21 Feb, 2021   42 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

জেলার শ্রীপুরে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনব্যাপি বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

আজ রবিবার শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও হুইল চেয়ার বিতরণ করা হয়। 

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সুমন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. জাহিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সমাজসেবা কর্মকর্তা মো. ওয়াসিম আকরাম, জাতীয় সমাজকল্যাণ পরিষদের প্রশিক্ষণ কর্মকর্তা হারুন-অর-রশিদ প্রমুখ। 

অনুষ্ঠানে ৫০ জন প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবার পাশাপাশি ১ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার দেয়া হয়। এছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাওয়া আসার জন্য ১২ সিট বিশিষ্ট একটি নিজস্ব পরিবহন উদ্বোধন করা হয়।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ