13 April, 2021
শিরোনাম

সুন্দরী প্রতিযোগিতায় সুযোগ পাচ্ছেন হিজড়ারা!

 03 Mar, 2021   107 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

দ্য মিস পানামা অর্গানাইজেশন জানিয়েছে, চলতি বছর থেকে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন হিজড়া প্রতিযোগীরা। তবে যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের অন্তর্ভুক্ত করা হবে।মিস ইউনিভার্স প্রতিযোগিতার জন্য মিস পানামা অর্গানাইজেশন তাদের দেশের প্রতিনিধি নির্বাচন করে।


সংস্থাটি বলছে, ব্যাপক আলোচনা শেষে ও মিস ইউনিভার্স সংস্থার আইন অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি আরও বলছে, দেশে নারী হিসেবে বৈধ স্বীকৃতি যাদের রয়েছে এবং যারা আইনি ও চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করেছে তাদের জন্য মিস পানামা প্রতিযোগিতার দরজা উন্মুক্ত।

মিস পানামার প্রেসিডেন্ট সিজার আনিল রদ্রিগুয়েজ মঙ্গলবার (২ মার্চ) জানান, তার দেশ হিজড়া নারী বিষয়ে মিস ইউনিভার্স আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে।

২০১৮ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় প্রথম হিজড়া নারী অ্যাঙ্গেলা পন্স স্পেনের প্রতিনিধি হিসেবে অংশ নেন।

সূত্র: এনডিটিভি

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ