24 November, 2020
শিরোনাম

সৌদিতে বাংলাদেশি মালিকানায়া টেন-টোয়েন্টি শপিং মলের শুভ উদ্বোধন

 20 Oct, 2020   233 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

এম নজরুল ইসলাম সৌদিআরব প্রতিনিধি:সৌদি আরব রাজধানী রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরের শহর আল-গুয়াইয়া৷ শহরটিতে প্রায় লক্ষাধীক বাংলাদেশি প্রবাসী ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক বসবাস করছে৷ তবে সেখান প্রবাসী ও সৌদি নাগরিকদের হাতের নাগালে বাংলাদেশি তৈরি পোশাক সহ নিত্য প্রয়োজনীয় সব মালামাল সুলভ মূল্যে পৌছে দিতে টেন-টোয়েন্টি শপিং মলের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে৷

সৌদি আরবে রিয়াদের পাশ্ববর্তী শহর আল-গোয়াইয়াতে বাংলাদেশি মালিকানাধীন টেন-টোয়েন্টি শপিং মলের শুভ উদ্বোধন হয়েছে৷ শপিং মলটিতে রয়েছে পুরুষ ও মহিলাদের সকল প্রকার তৈরি পোশাক, জুতা, কসমেটিক্স ,কোকারিচ, খেলাধুলা সহ বিভিন্ন ব্যান্ডের মালামাল৷

তবে, উদ্বোধনের সাথে সাথে ক্রেতাদের ভীড় ছিল চোখে পড়ার মত৷ গত বৃৃৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কেক ও ফিতা কেটে টেন টোয়েন্টির শপিং মলের শুভ উদ্বোধন করেন সৌদি স্পন্সর মোরশেদ আব্দুর রাহমান সালেতীন আবু তুর্কি ও প্রতিষ্ঠানের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শামীম আহমেদ৷ তিনি বলেন, সৌদি আরবের বাংলাদেশি রেমিটেন্সের পরিমাণ বৃৃদ্ধি করতে হলে বাংলাদেশি মালিকানাধীন বড় বড় প্রতিষ্ঠানের সংখ্যা দিন দিন বাড়াতে হবে৷

এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ শাহিন আহমেদ, কটন হাউজের ম্যানেজার শাহীন সাদিকীন, ফিন্যান্স মোঃ আব্দুল মমিন,মোঃ আজিজ মাহমুদ৷ শপিং মলটি দেখতে রিয়াদ থেকে বাংলাদেশি প্রবাসীরা স্বপরিবারে উপস্থিত ছিলেন৷

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ