13 April, 2021
শিরোনাম

পেছাল পাকিস্তান দলের বাংলাদেশ সফর

 07 Apr, 2021   26 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলতে ১১ এপ্রিল বাংলাদশে পা রাখার কথা ছিল। তবে নতুন সূচিতে ১৭ এপ্রিলে আসছে তারা। সময় পরিবর্তন হলেও সফরে ম্যাচ সংখ্যায় কোনও পরিবর্তন আসেনি। বিবৃতির মাধ্যমে সফরসূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।১৭ এপ্রিল ঢাকায় নামবে পাকিস্তান যুবদল। ওই দিনই সিলেটে চলে যাবে তারা। ২১ এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। অনুশীলনের দুই দিন বরাদ্দ রয়েছে তাদের জন্য। চার দিনের ম্যাচে ২৩ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল।

সিলেটেই ৩০ এপ্রিল মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ বসবে যথাক্রমে ২ এবং ৪ মে। ঢাকায় ৭ ও ৯ মে ৫০ ওভারের মুখোমুখি হবে দলদুটি। ১০ মে ঢাকা ত্যাগ কবে পাকিস্তান যুবদল।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ