07 Apr, 2021 75 বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃটাঙ্গাইলে জেলা প্রশাসকের সাথে বস্ত্র ব্যবসায়ী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭এপ্রিল) বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মো: আতাউল গনির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিকুল ইসলাম। সভায় ব্যবসায়ীদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, বর্তমানে দোকান খোলা রাখার বিষয়ে যেহেতু এটা সরকারি সিদ্ধান্ত, তাই সরকারি সিদ্ধান্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।এসময় তিনি সকল বস্ত্র ব্যবসায়ীদের সরকারি সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান এসময় সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খান আহমেদ শুভ ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।