17 May, 2021
শিরোনাম

করোনায় মারা গেলেন অভিনেতা এসএম মহসীন

 18 Apr, 2021   54 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মুক্তিযোদ্ধা এসএম মহসীন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার সকাল সাড়ে ৯টায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) ছিলেন গুণী এই অভিনেতা।

নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

 

মাসুম রেজা বলেন, ‘কিছুদিন আগে ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে উনি প্রধান নির্বাচন কমিশনার, আমি নির্বাচন কমিশনার হিসেবে একসঙ্গে দায়িত্ব পালন করেছি। এছাড়া অনেক বছর ধরে তাকে দেখেছি। বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে তার অবদান ভুলবার নয়।’

মঞ্চ ও টেলিভিশন অভিনেতা এসএম মহসীন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত পরিচালক ও জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। ‘পদক্ষেপ’র মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন।

এসএম মহসীন ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলা পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২০ সালে একুশে পদকে ভূষিত হন তিনি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ