17 May, 2021
শিরোনাম

টোকিও অলিম্পিকে সাঁতারু জুনাইনা

 28 Apr, 2021   103 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

বড় একটি সুখবর পেলেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি সাঁতারু জুনাইনা আহমেদ। ওয়াইল্ড কার্ড নিয়ে টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন তিনি।

২০১৯ সালে গুয়াঞ্জুর বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে ৫০ মিটার ফ্রিস্টাইলে তার পারফরম্যান্স বিবেচনা করে ওয়াইল্ড কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অলিম্পিক কর্তৃপক্ষ।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অলিম্পিক কর্তৃপক্ষ জুনাইনাকে ওয়াইল্ড কার্ড দিয়েছে এবং বিষয়টি অলিম্পিকের (বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েন) মাধ্যমে আমাদের জানিয়েছে।’

ওই বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ্সে মেয়েদের ৫০ মিটার ফ্রিস্টাইলে ৩০ দশমিক ৯৬ সেকেন্ড সময় নিয়ে ১০০ প্রতিযোগীর মধ্যে ৮৬তম হয়েছিলেন ‍জুনাইনা। ওই বছরই জাতীয় চ্যাম্পিয়নশিপে এই ইভেন্টে তিনি সাঁতার শেষ করেছিলেন ২৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে।

 

সাঁতার থেকে আরো একটি ওয়াইল্ড কার্ড পাবে বাংলাদেশ। এর আগে সরাসরি টোকিও অলিম্পিকে খেলার টিকিট নিশ্চিত করেছেন আর্চার রোমান সানা।

অলিম্পিকের এই আসর গত বছর হওয়ার কথা থাকলেও করোনার কারণে স্থগিত হয়। নতুন সূচিতে এ বছর ২৩ জুলাই শুরু হয়ে ৮ অগাস্ট শেষ হওয়ার কথা বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ