17 May, 2021
শিরোনাম

গ্রানাদার কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বার্সার

 29 Apr, 2021   78 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রানাদার বিপক্ষে হারল বার্সেলোনা। এই হারের ফলে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ হারাল রোনাল্ড কোম্যানের দল।

বৃহস্পতিবার বার্সাকে ২-১ গোলে হারায় গ্রানাদা। ম্যাচের ২৩ মিনিটেই আতোয়ান গ্রিজমানের এসিস্টে গোল আদায় করেন লিওনেল মেসি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে বার্সাকে হতাশ করে জোড়া গোল আদায় করে গ্রানাদা।

ম্যাচের ৬৩ মিনিটে ডারউইন মাচিস গ্রানাদাকে সমতা এনে দেন। ৭৯ মিনিটে লিড এনে দেওয়া গোল করেন বদলি খেলোয়াড় জর্জ মোলিনা। বার্সা একাধিক সুযোগ হাতছাড়া করেছে ম্যাচে।

লিগে আর পাঁচটি করে ম্যাচ বাকি সবার। এ ম্যাচে জিতলে শীর্ষে থাকা আতলেতিকোর চেয়ে এক পয়েন্ট এগিয়ে যেত বার্সা। রিয়ালের চেয়ে এগিয়ে যেত দুই পয়েন্টে। এখন ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল দলটি।

 

রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ৭৩ পয়েন্ট নিয়ে আতলেতিকো আছে শীর্ষে। ৭০ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা সেভিয়াও আছে শিরোপার রেসে। ৪৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে গ্রানাদা।

৮ মে আতলেতিকোর মখোমুখি হবে বার্সেলোনা। ওই ম্যাচে হয়তো নির্ধারণ হয়ে যেতে পারে দুই দলের কোনো একটির শিরোপার রেসে থাকা, না থাকা।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ