17 May, 2021
শিরোনাম

‘আরব আমিরাতে বিশ্বকাপ হলেও আয়োজক থাকবে বিসিসিআই’

 30 Apr, 2021   57 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

আসছে অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সূচি অনুযায়ী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্ব আসরের। তবে ভারতের করোনা পরিস্থিতি বিশ্বকাপকে শঙ্কায় ফেলে দিয়েছে।ভারতের বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপ আয়োজনের বিকল্প ভেবে রাখা হয়েছে। আর সেটি হবে আরব আমিরাতের মাটিতে। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) জানিয়েছে, বিশ্বকাপ যদি আরব আমিরাতে হয় তবুও আয়োজক হিসেবে থাকবে ভারত।


বিশ্বকাপের স্বত্ব আরব আমিরাতকে দেওয়ার সুযোগ থাকলেও সে পথে যাচ্ছে না বিসিসিআই। তাছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়ার সঙ্গে টুর্নামেন্ট অদল-বদল করতেও রাজি নয় তারা।

এ প্রসঙ্গে বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার ধিরাজ মালহোত্রা বলেন, ‘আমরা কোনো পরিস্থিতিতে কী করব তা নিয়েই আইসিসির সঙ্গে কথা হচ্ছে। এটা আরব আমিরাতে হতে পারে। আমরা আশা করছি, আয়োজনটা করবে বিসিসিআই। টুর্নামেন্টটি সেখানে আয়োজন হতে পারে। কিন্তু সেটার আয়োজক হিসেবে থাকবে বিসিসিআই।’


সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ