26 November, 2020
শিরোনাম

ময়মনসিংহে ভুয়া এনএসআই কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা

 28 Oct, 2020   53 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ময়মনসিংহে একটি ভাড়া বাসায় ঢুকে নাজমুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিতেন বলে জানা গেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় আহত নাজমুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নগরীর মাসকান্দা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন নাজমুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা পরিচয় দিতেন। বুধবার দুপুরে নাজমুলকে নিয়ে তার বাসায় ছয় যুবক প্রবেশ করে। নিচ তলা থেকে নাজমুলকে নিয়ে তারা ছাদে যান। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে নাজমুলকে কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা।

পালিয়ে যাওয়ার সময় আহতের চিৎকারে স্থানীয়রা একজনকে ধরে গণপিটুনি দেন। জনতার ধাওয়া খেয়ে অন্য চারজন পাশের এক বাসার মালিককে জিম্মি করে আত্মগোপন করে। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। তবে একজন পালিয়ে যায়।

এদিকে আহত অবস্থায় উদ্ধার করে নাজমুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, আহত নাজমুলের বাসায় তল্লাশি করে হ্যান্ডকাপ, ওয়াকিটকি, নকল পিস্তল, ইয়াবা ও নগদ এক লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

ওসি আরও বলেন, মাদক ব্যবসার বিরোধের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তি নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে সে সংস্থাটির কোনো কর্মকর্তা নয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ