17 June, 2021
শিরোনাম

বিকেএসপিতে চান্স পেয়েছে অচেনা জান্নাত ইমান্তা'

 06 Jun, 2021   123 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

রফিকুল ইসলাম, দিনাজপুর:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে মহিলা ক্রিকেটে ভর্তির সুযোগ পেয়েছেন ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ বড় মাঠের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান "ব্রাইট ফিউচার ক্রিকেট একাডেমি'র ছাত্রী অচেনা জান্নাত ইমান্তা। 

 

শুক্রবার (৪ই জুন) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে নির্বাচিতদের তালিকায় জায়গা করে নেয় অচেনা জান্নাত ইমান্তা। বিকেএসপিতে সুযোগ পাওয়ায় অচেনা জান্নাত ইমান্তা কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকতাগণ, মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় একাডেমির প্রধান কোচ নূর আলম রনি, কবি ও সংগঠক  রুহুল আমিন রুদ্র সহ অনেকেই এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠন সমূহ তাকে শুভেচ্ছা জানান।

কবি রুহুল আমিন রুদ্র বলেন, বিকেএসপির ২০২০-২১ সালের প্রশিক্ষণার্থী বাছাই কার্যক্রমের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েছে  খুদে নারী ক্রিকেটার ছোট বোন অচিন, সে আমাদের হাতেখড়ি। 

 

তার এ অর্জনের জন্য আমরা গর্বিত ও আনন্দিত, বরাবরের মতোই শুভেচ্ছা ভালোবাসা ও শুভ কামনা নিরন্তর।

কোচ মাস্টার নূর আলম রনি বলেন বোচাগঞ্জ  উপজেলা ক্রীড়া সংস্থা এর আওতায়ধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম, সেতাবগঞ্জ বড় মাঠে ব্রাইট ফিউচার ক্রিকেট একাডেমীর পরিশ্রমের ফসল অচেনা জান্নাত ইমান্তা। আমরা গর্বীত তার জন্য শুভ কামনা সেই সাথে কৃতজ্ঞতা, বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকতাগণদের বিশেষ করে আমাদের অভিবাবক, মাননীয় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী এমপি মহোদয় যার পৃষ্ঠপোষকতায় বোচাগঞ্জে ক্রীড়ার মান উন্নয়ন হচ্ছে প্রতি নিয়ত। আমরা অচেনা জান্নাত ইমান্তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।

অচেনা জান্নাত ইমান্তা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার  ৪নং আটগাঁও ইউনিয়নের আনিছুর  রহমান পিতা ও  আকলিমা খাতুন এর মেয়ে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ