17 June, 2021
শিরোনাম

মহামারিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই হজের পরিকল্পনা সৌদির

 07 Jun, 2021   69 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

করোনাভাইরাস মহামারির মধ্যে এবারও অবস্থা অনুযায়ী হজ ও ওমরা পালনের বিষয়ে শিগগিরই পরিকল্পনা ঘোষণা করা হবে বলে জানিয়েছে সৌদি আরব। রোববার দেশটির তথ্য ও সংবাদমাধ্যম বিষয়ক মন্ত্রী ড. মাজিদ আল কাসাবি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন।

 

 

 

কাসাবি বলেন, ‘গত বছর থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দিয়েছে। সম্প্রতি এর কয়েকটি ধরন (ভ্যারিয়েন্ট) বা প্রজাতি শনাক্ত হয়েছে, যেগুলো মূল ভাইরাসের চেয়েও অনেক বেশি সংক্রামক ও প্রাণহানিকর। এবারের হজ ব্যবস্থাপনা পরিকল্পনায় করোনা মহামারিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। মহামারিকে কেন্দ্রে রেখেই চলতি বছরের পরিকল্পনা সাজানো হবে। আমরা কখনও চাই না, হজের উপলক্ষ্যে সৌদি আরব করোনার এপিসেন্টারে (সংক্রমণকেন্দ্র) পরিণত হোক, কিংবা হজ শেষে পৃথিবীজুড়ে সংক্রমণ পরিস্থিতির অবনতি হোক।’ খবর খালিজ টাইমসের

 

করোনা মহামারিকালে বিশেষ পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের হজ ও ওমরাহ খাতে সেবা উন্নত করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী সচিব ইঞ্জিনিয়ার হিশাম আব্দুলমোনেম সাইদ বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে পবিত্র মক্কা শরিফের উদ্দেশে যাওয়া মুসল্লিদের সুরক্ষা দেয়া সরকারের লক্ষ্য। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের প্রয়োজন মেটাতে সেবা উন্নত করাও অন্যতম লক্ষ্য।

 

তিনি বলেন, সৌদি ডাটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষ (এসডিএআইএ) উদ্ভাবিত ইতমারনা অ্যাপও অনুমতি পাওয়া আবেদনকারীদের স্বাস্থ্য যাচাই করবে। সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ অংশগ্রহণে হজে অংশগ্রহণকারীদের সেবা দেয়া হবে।

 

গত বছর নিরাপদ পরিকল্পনা নেয়ার পর হজ ও ওমরাহ পালনের অনুমতি দেয় সৌদি আরব। ইতমারনা অ্যাপসহ আধুনিক বিভিন্ন প্রযুক্তি ওই সময় ব্যবহার করা হয়। মক্কা ও মদিনার মসজিদে প্রার্থনার অনুমতি, ওমরাহ পালনের অনুমতি ও রাওদাহ প্রার্থনার অনুমতির জন্য ইতমারনা অ্যাপ ব্যবহারকারীরা অনুরোধ জানাতে পেরেছিলেন।

 

হাজীদের শারিরীক অবস্থারও সার্বক্ষনিক তথ্য নিতে থাকবে এই অ্যাপটি। ফলে কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারবে সরকার। অ্যাপ্লিকেশনটি থেকে দুই কোটিরও বেশি লোক এখন পর্যন্ত উপকৃত হয়েছে।সূত্র-প্রবাস জার্নাল

 

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ