26 November, 2020
শিরোনাম

করোনার ঊর্ধ্বগতিতে যুক্তরাজ্যে ফের লকডাউন

 01 Nov, 2020   82 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো গোটা যুক্তরাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার ওই লকডাউন ঘোষণা করেন। আগামী বৃহস্পতিবার থেকে পরবর্তী ৪ সপ্তাহের জন্য নতুন করে এ লকডাউন ঘোষণা করা হয়।

বরিস জনসন বলেন, এবারের ক্রিসমাসটা একটু অন্য রকম হবে, কিন্তু আমাদের সবার স্বার্থে তা মেনে নিতে হবে। খবর বিবিসির।

লকডাউনে রেস্তোরাঁ, জিম, অপ্রয়োজনীয় দোকানপাট বন্ধ থাকবে। তবে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

আগামী ২ ডিসেম্বর থেকে এ লকডাউন তুলে নেয়া হবে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ