17 June, 2021
শিরোনাম

খুলনা বিভাগের ১১৯ ইউপি নির্বাচন স্থগিত

 10 Jun, 2021   104 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় খুলনা বিভাগের ১১৯ ইউপিতে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে কমিশনের সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

 

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় গত ১ এপ্রিল দেশে সব ধরনের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া নির্বাচনগুলো ধাপে ধাপে শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)।খুলনার ১১৯ ইউপিতে আগামী ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারিত ছিল। কিন্তু বিভাগটিতে প্রতিদিনই করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকায় সেখানে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। প্রথম ধাপের বাকি ইউপি ও শূন্য আসনের ভোটের বিষয়ে বিকাল তিনটায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।

 

এর আগে গত ২ জুন স্থগিত থাকা প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ২১ জুন ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এ ছাড়া ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনও একই দিনে অনুষ্ঠিত হবে বলেও ওইদিন জানিয়েছিলেন ইসি সচিব।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ