30 November, 2020
শিরোনাম

করোনা জয় করে মাঠে নেমেই জোড়া গোল রোনালদোর

 01 Nov, 2020   46 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর জুভেন্টাসের হয়ে চার ম্যাচ মিস করেছেন তিনি। ১৩ অক্টোবর করোনায় আক্রান্ত হওয়ার পর মিস করেছেন পর্তুগালের হয়ে একটি এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ। ক্রিশ্চিয়ানো রোনালদো জিতলেন করোনার লড়াই, আর সে লড়াই জিতে মাঠের লড়াইয়ে নেমেও জিতলেন। দলকে জেতালেন, নিজেও করলেন জোড়া গোল।

শুক্রবার করোনা নেগেটিভ রিপোর্ট আসার পর রোববার ইতালির সিরি আর ম্যাচে স্পেৎসিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না। বদলি হিসেবে নামেন ম্যাচের ৫৮তম মিনিটে। মাঠের নামার পরের মিনিটেই গোলক্ষুধার প্রমাণ রাখলেন তিনি। তাতে জুভেন্টাস ম্যাচ জিতেছে ৪-১ গোলে। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি জুভেন্টাসের হয়ে বাকি দুই গোল করেছেন আলভারো মোরাতা ও আদ্রিওঁ রাবিও।

এরমাধ্যমে লিগে টানা দুই ড্রয়ের পর জিতল আন্দ্রেয়া পিরলোর দল। এতে ছয় ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে টানা নয়বারের চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে রয়েছে আতালান্তা। এসি মিলান ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে।

ম্যাচের ১৪তম মিনিটে ওয়েস্টন ম্যাককেনির পাস থেকে গোল করেন মোরাতা।

ম্যাচের ৩২তম মিনিটে সমতায় ফেরে স্পেৎসিয়া। পাওলো বার্তোলোমেইর পাস থেকে গোল করেন তোমাসো পোবেগা।

৫৮তম মিনিটে পাওলো দিবালার বদলি নামেন রোনালদো। পরের মিনিটেই জুভেন্টাসকে এগিয়ে নেন তিনি। মোরাতার থ্রু পাস ধরে দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে গোলরক্ষককে কাটিয়ে গোল করেন রোনালদো।

৬৭তম মিনিটে ফরাসি মিডফিল্ডার রাবিও গোল করলে জুভেন্টাস ব্যবধান বাড়ায়।

৭৬তম মিনিটে স্পট কিক থেকে স্কোরলাইন ৪-১ করেন রোনালদো। ফেদেরিকো চিয়েসা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জুভেন্টাস।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ