26 November, 2020
শিরোনাম

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

 02 Nov, 2020   40 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

চাঁদপুরের ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ টিএন্ডটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

ফরিদগঞ্জ ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানের জাহেদসহ তিনজন কর্মী মোটরসাইকেলে লাইন মেরামত করতে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে ঘটনাস্থলেই জাহেদের (১৮) মৃত্যু হয়। এসময় রায়হান (১৭) ও আল-আমিন (১৬) নামে আরো দুইজন গুরুতর আহত হন। 

গুরুতর আহত আল-আমিন ও রায়হানকে প্রথমে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তারমধ্যে রায়হান সেখানে মারা যায়। আল-আমিনকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যান।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন জানান, সিএনজি চালিত অটোরিকশার চালককে আটক করা হয়েছে। একই সঙ্গে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ