04 December, 2020
শিরোনাম

রাতেই বড় জয়ের খবর নিয়ে আপনাদের সামনে আসবো-ট্রাম্প

 04 Nov, 2020   58 বার দেখা হয়েছে

 নিজস্ব প্রতিবেদক

প্রিন্ট

ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ আনলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি উল্লেখ করেন, আমরা বড় জয়ের পথেই আছি, কিন্তু বাইডেন এবং তার দল ভোট চুরি চেষ্টায় ব্যস্ত আছেন।

ট্রাম্প দাবি করেন, রিপাবলিকান দল বরাবরই এগিয়ে আছেন।

তিনি বলেন, পুল বন্ধ হওয়ার পর কোনভাবেই ভোট দেয়া যাবে না। কিন্তু আমার মনে হয় বাইডেনের দল তা করছে। আমরা তা কখনো হতে দেব না। 

তবে বাইডেন এবং তার দলের বিরুদ্ধে আনা অভিযোগের কোন প্রমাণ উপস্থাপন করতে পারেনি ট্রাম্প।তিনি আরো বলেন, রাতেই বড় জয়ের খবর নিয়ে আপনাদের সামনে আসবো। 

এদিকে নির্বাচনে ইলেক্টোরাল ভোটে এখন পর্যন্ত ট্রাম্পের থেকে এগিয়ে আছেন বাইডেন। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাজ্য ট্রাম্প এবং বাইডেনের সমান তালে লড়াই চলছে। আর কয়েকঘণ্টা পরই জানা যাবেন কে বসতে যাচ্ছেন হোয়াইট হাউজের মসনদে।

সম্পর্কিত খবর
সব খবর
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | বাংলা৫২নিউজ.কম
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি এবং অপরাধ