অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদের বিদায় সংবর্ধনা
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম দীর্ঘ ৩৪ বছরের বেশী সময়ের বর্ণিল কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ বাহারুল আলম বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণ করেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
বিদায়ী অতিরিক্ত আইজি তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া কামনা করেন।
জনাব সরদার তমিজউদ্দীন আহমেদ, বিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঝালকাঠি ও মাদারীপুর জেলার পুলিশ সুপার ছিলেন। অতিরিক্ত আইজি হিসেবে তিনি রেলওয়ে পুলিশের প্রধান ছিলেন ।