পূর্বানুমতি ছাড়া মক্কায় প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যা আগামী বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জন নিরাপত্তার মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল সামি আল শুয়াইরেখ জানান, অনুমতি ছাড়া প্রবাসীদের মক্কায় প্রবেশ করা যাবে না মর্মে আইনটি চালু হবে। এ বছরের হজ্জ্ব নিয়ন্ত্রণ নির্দেশাবলির সাথে এই নিয়মটি সামঞ্জস্যপূর্ণ।
তিনি বলেন, নতুন নির্দেশনা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (শাওয়াল ২৫) থেকে শুধুমাত্র অনুমতি নেওয়া প্রবাসীরাই পবিত্র মক্কায় প্রবেশ করতে পারবেন। মক্কায় প্রবেশ পয়েন্ট গুলিতে নিরাপত্তা নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে অনুমতি নেয়া যাবে।
তিনি আরও বলেন, যাদের অনুমতি থাকবে না তাদের ফেরত পাঠানো হবে। অনুমতি গ্রহণের জন্য নিম্নোক্ত ডকুমেন্ট আনতে হবে। কর্তৃপক্ষ কতৃক মক্কায় কাজ করার জন্য প্রবেশের অনুমতি, মক্কা থেকে ইস্যু করা রেসিডেন্সি পারমিট, ওমরাহ পারমিট, হজ্জ্ব পারমিট।