তাদের অন্যতম লক্ষ্য ছিল ক্রিমিয়ার সঙ্গে রাশিয়া থেকে সরাসরি স্থল পথ নিশ্চিত করা।
অবশেষে সেই পথ নিশ্চিত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু মঙ্গলবার বলেছেন, ক্রিমিয়ার সঙ্গে সংযোগস্থাপনকারী সরাসরি রাস্তা ব্যবহারযোগ্য হয়েছে। উত্তর ক্রিমিয়া দিয়ে ক্রিমিয়া পেনিনসুলায় পানির সংযোগ পুনস্থাপন করা হয়েছে।
এদিকে ২০১৪ সালে ক্রিমিয়াকে ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেয় রাশিয়া। এরপর সেটিকে নিজেদের অংশ হিসেবে সংযুক্ত করে।
কিন্তু ক্রিমিয়া জোর করে দখল করে নিলে এর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় ইউক্রেন। তাছাড়া ক্রিমিয়ায় সুপেয় পানি সরবরাহও বন্ধ করে দেয়।
ক্রিমিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য রাশিয়া তৈরি করে বিশাল একটি ব্রিজ। এই ব্রিজ দিয়েই এতোদিন শুধুমাত্র রাশিয়া থেকে ক্রিমিয়ায় যাওয়া যেত।
কিন্তু ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করার পর রাশিয়া মারিউপোল, মেলিতোপোল এবং খেরসনসহ দোনবাস প্রদেশের বেশিরভাগ অঞ্চল দখল করে নেয়।
এরপর সেসব অঞ্চল দিয়ে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।
সূত্র: আল জাজিরা