ঘূর্ণিঝড় মোখার কারণে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শুক্রবার বিআইডব্লিউটিএ’র পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়।
ঘূর্ণিঝড় মোখার ক্ষতি এড়াতে এরইমধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
সেই সঙ্গে জানানো হয়েছে, শনিবার মোখার অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে।
এর আগে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাব লক্ষ্য করা যাবে।
ফলে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।