নাহিদুল ইসলাম হৃদয়, মানিকগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী লীগ হিমালয় পর্বতের মত ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবেনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, যখন মানুষের পাশে দাড়াবার সময় তখন বিএনপি কোথায় ছিল? তাদরে কে আমার পাইনি। তার এখন রাস্তায় নামে বলে আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে, আওয়ামী লীগ এত ঠুনকো রাজনৈতিক দল নয়, আওয়ামী লীগ হিমালয় পর্বতের মত ধাক্কা দিয়ে আওয়ামী লীগকে ফেলা যাবেনা।
রবিবার বিকেল সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ধানকোরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম মহিউদ্দীন, সহ সভাপতি অ্যাড. আব্দুল মজিদ ফটো, সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দীন সরকার প্রমূখ।
পড়ে সভার সকলের সম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য আব্দুল হককে পূণরায় সভাপতি ও কাশেম মন্ডল কে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটির অনুমোদন করা হয়।