২০২৪ সালের পর রাশিয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রজেক্ট থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে।
রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের নতুন প্রধান ইউরি বোরিসভ মঙ্গলবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ ব্যাপারে অবহিত করেছেন।
পুতিনকে মহাকাশ গবেষনা সংস্থার প্রধান বলেন, আমরা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কাজ করছি। আমাদের বন্ধুদের সঙ্গে যেসব প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো পূরণ করব। কিন্তু ২০২৪ সালের পর স্টেশন ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমি মনে করি এ সময়ের মধ্যে, আমরা রাশিয়ার নিজস্ব মহাকাশ স্টেশন তৈরি করতে পারব।
এদিকে রাশিয়ার চলে যাওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য বড় ধরনের একটি ধাক্কা হতে পারে। কারণ গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক বেশ খারাপ হয়ে গেছে রাশিয়ার। এমন সময়ই এ ঘোষণা দিল তারা।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করে যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকসমস, জাপানের জাজা, ইউরোপের ইএসএ এবং কানাডার সিএসএ মহাকাশ সংস্থা।
সূত্র: সিএনএন