সাইফুল ইসলাম টাঙ্গাইল (মধুপুর)
আবাদী জমি, গাছপালা ও ফলমূলের বাগান কর্তন করে “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” করার পরিবর্তে টাঙ্গাইলের মধুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসি। রবিবার (২৬ জুন) সকালে মধুপুর উপজেলার পিরোজপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিরোজপুর গ্রামের ভুক্তভোগী শতাধিক পরিবার অংশ নেন। তারা বলেন, বাড়ি বাড়ি একটি করে ঘর দেয়ার কথা বলে এলাকার জনপ্রতিনিধিরা গোপনে তাদের নিকট থেকে টাকা নেয়। পরবর্তীতে জনপ্রতিনিধিরা তাদেরকে বাড়ি বাড়ি ঘর না দিয়ে, তাদের বসতবাড়ি, আবাদী জমি, গাছপালা ও ফলমূলের বাগান কর্তন করে “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” করে দিচ্ছে। এতে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তাই তারা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট এর সুষ্ঠ সমাধান চান এবং “গুচ্ছ গ্রাম আশ্রায়ন” অন্যত্র স্থানান্তরের দাবি জানান।