সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে দূতাবাস মিলনায়তনে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর প্রামান্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলোয়াতের পর মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, জনতা ব্যাংক আমিরাতের সিইও এস এম কামরুজ্জামান, বাংলাদেশ স্কুলের সিনিয়র শিক্ষক এস এম আবু তাহের, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সহ সভাপতি শওকত আকবরসহ কমিউনিটির নেতৃবৃন্দ।