মোহাম্মদ নেয়াজ ওয়াহিদ
শারজাহ প্রতিনিধি
আমিরাতের দুবাইয়ে মিরসরাই উপজেলার আবুরহাট অঞ্চলের দুবাই প্রবাসীদের সমন্বয়ে গড়ে উঠা আবুরহাট আঞ্চলিক প্রবাসী সমিতির উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার দুবাইয়ের ছাতুয়া আল-রিম রেস্টুরেন্টে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভা সমিতির আহবায়ক ইমাম উদ্দিন রনি ও সদস্য সচিব সৌরভ মাজেদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মনির, রেজাউল করিম, নাসির উদ্দিন, রাশেদুল ইসলাম, রাকিব উদ্দিন চৌধুরী কানন, মামুন মোর্শেদ, সদস্য মুসলিম উদ্দিন, নাজিম উদ্দিন, শেখ জাহেদ, বিপুল, মাহবুব প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির সার্বিক কর্মকান্ড নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন উপস্থিত সদস্যরা।