আলোকিত খোকসার উদ্যোগ : উন্নয়ন ভাবনায় আলোকিত আড্ডা
কুষ্টিয়ার খোকসায় নানা পেশার গুণী মানুষের মিলনমেলায় অনুষ্ঠিত হলো ‘আলোকিত আড্ডা’। শনিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের কনভেনশন রুমে ফেসবুক গ্রুপ আলোকিত খোকসা-এর উদ্যোগে এ আয়োজন করা হয়।
স্থানীয় উন্নয়ন, সংস্কৃতি ও শিক্ষা বিস্তারে করণীয় নিয়ে আলোচনায় মিলিত হন খোকসার বিভিন্ন অঙ্গনের মানুষ।
আলোচনা সভার প্রধান আকর্ষণ ছিলেন খোকসা কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক বাদল চন্দ্র বিশ্বাসের পুত্র, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর।
এ ছাড়া আলোচনায় অংশ নেন খোকসা কলেজের প্রভাষক নজরুল ইসলাম, ডাকসুর নবনির্বাচিত কার্যকরী সদস্য তাজিনুর রহমান, জাকসুর নবনির্বাচিত হল ভিপি রিফাত আহমেদ শাকিল, সাংবাদিক হুমায়ুন কবির, প্রবীণ বিশ্বাস ও নাহিদুজ্জামান শয়ন,চিতা বিশ্বাস , শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুজ্জামান বিল্লু, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহিম, মাছপাড়া কলেজের প্রভাষক ও চাঁদ পাঠাগারের প্রতিষ্ঠাতা কামরুজ্জামান, কবি মাজহারুল ইসলাম,খোকসা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা খোকন বিশ্বাস, খোকসা ব্লাড ডোনার্স ক্লাবের সোহেল রানা ও রিদবী আহমেদ নিশান, দ্য হলি কোরআন স্কুলের শিক্ষক বিপ্লব, তরুণ সমাজকর্মী খাইরুল ইসলাম ও মিলন আহমেদ এবং খোকসা ফটোগ্রাফিক সোসাইটির সাধারণ সম্পাদক পল্লব বিশ্বাস এবং সংগীতশিল্পী ও শিক্ষক চয়ন বিশ্বাস।
বক্তারা বলেন, খোকসার উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
খোকসা বাসস্ট্যান্ডে আইল্যান্ড ও ওয়াশব্লক নির্মাণ, সিরাজপুর হাওড়ের উন্নয়ন, খোকসা স্টেশন আধুনিকায়ন এবং আন্তস্কুল বিতর্ক প্রতিযোগিতা আয়োজন নিয়ে আলোচনা হয়।
আয়োজক আলোকিত খোকসা গ্রুপের প্রতিষ্ঠাতা ও গণমাধ্যম ব্যক্তিত্ব উজ্জ্বল কুমার রায় বলেন,
“ইতোমধ্যেই এই গ্রুপের মাধ্যমে খোকসায় কিছু উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতেও আমরা সকলে মিলে খোকসাকে আরও আলোকিত করতে চাই।”
আলোচনা শেষে নবনির্বাচিত ডাকসু সদস্য তাজিনুর রহমান ও জাকসুর ভিপি রিফাত আহমেদ শাকিলকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। কেক কাটা ও নাস্তার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানের সঞ্চালনা এবং সার্বিক আয়োজন করেন “আলোকিত খোকসা” গ্রুপের প্রধান এডমিন তরুন সমাজকর্মী ইফতেখার মাশরুর গালিব।