ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এনসিপি প্রার্থী অ্যাডভোকেট আল আমিনের ওপর হামলার চেষ্টা, আহত ২ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ পেলেন এআইপি মতিন সৈকত শরীয়তপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মো.আবু রায়হান ছিদ্দীক (মুকুল) স্কুল চলাকালীন সময় স্কুলে প্রবেশ না করে গ্রিলের ফাঁক দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলালেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু কে কী বলল বিবেচ্য নয়, ভোট ১২ ফেব্রুয়ারিতেই- মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের অবরোধে ঢাকার পাঁচ জায়গায় তীব্র যানজট নির্বাচনে দায়িত্বে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর ৯ লাখ সদস্য: স্বরাষ্ট্র উপদেষ্টা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশন প্রবাসীদের সুবিধার্থে QR Code/কনস্যুলার ফি পরিশোধ কাউন্টার সুবিধা চালু করেছে কৃষকদের সঙ্গে একাত্ম হয়ে কাজ করলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

আশুলিয়ায় গ্রাহকের দলিল লেখায় লেখককে মারধর, থানায় মামলা

সাংবাদিক

ঢাকার আশুলিয়ায় দলিল লেখকদের কর্ম বিরতি ভঙ্গ করে গ্রাহককে দলিল লিখে দেওয়ার অভিযোগে মোঃ শাহাদাৎ হোসেন (৪৮) নামের এক দলিল লেখককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যার দিকে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর রবিবার দুপুরে আশুলিয়ার সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে হামলার ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন- সাভারের বনপুকুর এলাকার মৃত শামসুল হকের ছেলে মো: আলমগীর হোসেন (৪৮) ও তার ছোট ভাই মোঃ মনসুর (৩৫), আশুলিয়ার নয়ারহাট ঘুঘুধিয়া এলাকার মোঃ মোতালেব হোসেন (৪৫), আশুলিয়ার চানগাঁও এলাকার অনিক হাসান দিলবর (৩৫) এবং আশুলিয়ার ইয়ারপুর এলাকার মো: ফজলুল হক (৫৮)। তারা সবাই আশুলিয়া সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক।

ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন (৪৮) আশুলিয়ার মধ্যগাজীরচট ইউনিক এলাকার হাজী মোঃ তৈয়ব আলীর ছেলে। তিনিও পেশায় একজন দলিল লেখক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় ৪ মাস ধরে প্রকাশ্যে দলিল লেখার কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে তারা গোপনে ভিন্ন মোসাবিধা দিয়ে দলিল সম্পাদন করেন। দীর্ঘদিন ধরেই তারা ভুক্তভোগীসহ আরও অনেক দলিল লেখকদের দলিল লেখা হইতে বিরত রাখার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি সহ মারধর করার হুমকি প্রদান করে আসছে। ৫ অক্টোবর দুপুর ১২টার দিকে ভুক্তভোগী একটি দলিল সম্পাদন করার অপেক্ষায় তার দলিল লেখার ঘরের সামনে অবস্থানকালে অভিযুক্তসহ তাদের অজ্ঞাত নামা আরও ৪/৫ জন সহযোগী লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ী ভাবে মারধর করে তার হাত-পা, পিঠ ও কোমরে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর পরিহিত পায়জামার পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পূনরায় আশুলিয়া রেজিস্ট্রী অফিসে দলিল লিখার জন্য গেলে তার হাত, পা ভেঙ্গে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তার ডাকচিৎকালে আশপাশের লোকজন আসিয়া তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমি গ্রাহকের দলিল লিখে তার তাদের জন্য অপেক্ষা করতে ছিলাম। এ সময় তারা এসে আমার ওপর হামলা চালায়। আমি এই সন্ত্রাসী হামলার সুষ্ঠ বিচার চাই এবং সন্ত্রাসীদের শাস্তির দাবী জানাই।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে এক দলিল লেখককে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
৬০৮ Time View

আশুলিয়ায় গ্রাহকের দলিল লেখায় লেখককে মারধর, থানায় মামলা

আপডেটের সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

ঢাকার আশুলিয়ায় দলিল লেখকদের কর্ম বিরতি ভঙ্গ করে গ্রাহককে দলিল লিখে দেওয়ার অভিযোগে মোঃ শাহাদাৎ হোসেন (৪৮) নামের এক দলিল লেখককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (০৬ অক্টোবর) সন্ধ্যার দিকে মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।

এর রবিবার দুপুরে আশুলিয়ার সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে হামলার ঘটনা ঘটে। পরে রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে ৫জনের নাম উল্লেখসহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার আসামীরা হলেন- সাভারের বনপুকুর এলাকার মৃত শামসুল হকের ছেলে মো: আলমগীর হোসেন (৪৮) ও তার ছোট ভাই মোঃ মনসুর (৩৫), আশুলিয়ার নয়ারহাট ঘুঘুধিয়া এলাকার মোঃ মোতালেব হোসেন (৪৫), আশুলিয়ার চানগাঁও এলাকার অনিক হাসান দিলবর (৩৫) এবং আশুলিয়ার ইয়ারপুর এলাকার মো: ফজলুল হক (৫৮)। তারা সবাই আশুলিয়া সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক।

ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন (৪৮) আশুলিয়ার মধ্যগাজীরচট ইউনিক এলাকার হাজী মোঃ তৈয়ব আলীর ছেলে। তিনিও পেশায় একজন দলিল লেখক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা প্রায় ৪ মাস ধরে প্রকাশ্যে দলিল লেখার কার্যক্রম বন্ধ রেখেছেন। তবে তারা গোপনে ভিন্ন মোসাবিধা দিয়ে দলিল সম্পাদন করেন। দীর্ঘদিন ধরেই তারা ভুক্তভোগীসহ আরও অনেক দলিল লেখকদের দলিল লেখা হইতে বিরত রাখার জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি সহ মারধর করার হুমকি প্রদান করে আসছে। ৫ অক্টোবর দুপুর ১২টার দিকে ভুক্তভোগী একটি দলিল সম্পাদন করার অপেক্ষায় তার দলিল লেখার ঘরের সামনে অবস্থানকালে অভিযুক্তসহ তাদের অজ্ঞাত নামা আরও ৪/৫ জন সহযোগী লাঠিসোটা নিয়ে অতর্কিত ভাবে তার ওপর হামলা করে এবং এলোপাতাড়ী ভাবে মারধর করে তার হাত-পা, পিঠ ও কোমরে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় হামলাকারীরা ভুক্তভোগীর পরিহিত পায়জামার পকেটে থাকা নগদ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং পূনরায় আশুলিয়া রেজিস্ট্রী অফিসে দলিল লিখার জন্য গেলে তার হাত, পা ভেঙ্গে দুনিয়া থেকে সরিয়ে দিবে বলে প্রাণনাশের হুমকি প্রদান করে। পরে তার ডাকচিৎকালে আশপাশের লোকজন আসিয়া তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমি গ্রাহকের দলিল লিখে তার তাদের জন্য অপেক্ষা করতে ছিলাম। এ সময় তারা এসে আমার ওপর হামলা চালায়। আমি এই সন্ত্রাসী হামলার সুষ্ঠ বিচার চাই এবং সন্ত্রাসীদের শাস্তির দাবী জানাই।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার সাব-রেজিষ্ট্রী অফিসের সামনে এক দলিল লেখককে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।