স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথালিয়া ইউনিয়ন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন অফিস উদ্বোধন।
শুক্রবার ( ১১ এপ্রিল) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথালিয়া ইউনিয়ন এর উদ্যোগে আমবাগান বাজারে ঈদ পুনর্মিলনী ও ইউনিয়ন অফিস উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাথালিয়া ইউনিয়ন সেক্রেটারি হাফেজ সোহরাব হোসেনের সঞ্চালনায় ও পাথালিয়া ইউনিয়ন আমীর রাশেদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা ১৯ আসনের সাংসদ সদস্য পদ প্রার্থী সাভার পৌরসভার সাবেক প্যানেল মেয়র সফল কাউন্সিলর বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী হাসান মাহবুব মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা আইন বিষয়ক সেক্রেটারি এডভোকেট শহীদুল ইসলাম, জামায়াত মনোনীত পাথালিয়া ইউনিয়ন চেয়্যারমান পদ প্রার্থী অধক্ষ্য হারুনুর রশীদ, আশুলিয়া থানা সেক্রেটারি আবুল হোসেন মীর।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাথালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল সহ স্থানীয় বিশিষ্টজন।