নুর আলম সিদ্দিকী মানু, স্টাফ রিপোর্টার: ঢাকার আশুলিয়ায় জিরাবো বাগানবাড়ি রেডিয়েন্স গার্মেন্টের পাশে আলহাজ এ. হোসাইন মাধ্যমিক বিদ্যালয়ে ট্রেড ওয়ার্ড ইয়ারপুর ইউনিয়ন আশুলিয়া থানা ঢাকা জেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ট্রেড ওয়ার্ড সভাপতি ও ইউনিয়ন সহ-সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা জেলা
সভাপতি অধ্যক্ষ মোঃ হারুনুর রশিদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একমাত্র বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শুধুমাত্র দুনিয়াবি কল্যাণ ও আখেরাতে মুক্তির আন্দোলন করে। বাংলাদেশের দায়িত্বশীল পর্যায় যারা আছেন তারা যদি দুনিয়া কল্যাণ ও আখেরাতে মুক্তির উদ্যোগে কাজ করতেন তাহলে শ্রমিকদের ন্যায্য মজুরী পেতেন, তাই আগামী দিনে সৎ আল্লাহ ভীরু ব্যক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে শ্রমিকরা ন্যায্য মজুরি পেতেন এ জন্য আমাদের কাজ করতে হবে। শ্রমিক ভাইদের ন্যায্য মজুরী ও দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কাজ করে যাচ্ছে এবং শ্রমিক ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে তিনি বলেন, দুনিয়ায় কল্যাণ কুরআন হাদিস ফরজ এবাদত পালন করার মাধ্যমে আখেরাতে মুক্তি পাবো তাই আমরা দুনিয়ার পাশাপাশি আখেরাতের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আশুলিয়া থানা সহ-সভাপতি মাইদুল ইসলাম প্রিন্স।
দোয়া ও ইফতার মাহফিলে শ্রমিক কল্যান ফেডারেশনের ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে দোয়া ও ইফতারির মধ্য দিয়ে শেষ হয়।