ইংরেজি পহেলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে সার্বিক সহযোগিতা কামনায় পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম
ইংরেজি পহেলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও কুশল বিনিময় এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সামনে রেখে সার্বিক সহযোগিতা কামনায় পূর্বধলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দিদারুল ইসলাম।
(১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইংরেজি ২০২৬ সালের পহেলা নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী কার্যক্রম এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নির্বাচনকালীন সময়ে দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সার্বিক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ওসি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলি শাহীন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি নুর আহমদ খান রতন, সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠ–এর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, পূর্বধলার দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, সিনিয়র সদস্য নূর উদ্দিন মণ্ডল দুলাল, দৈনিক নয়া দিগন্ত উপজেলার প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, সদস্য জাকির আহমেদ খান কামাল, দৈনিক সংবাদ–এর উপজেলা প্রতিনিধি এমদাদুল ইসলাম, কালবেলার উপজেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক ও প্রতিদিনের সংবাদ–এর উপজেলা প্রতিনিধি আল মনসুর, আজকের আরবান–এর স্টাফ রিপোর্টার নাহিদ আলম, বিডি২৪ লাইভ–এর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ সাকিব, দৈনিক আলোকিত ময়মনসিংহ পত্রিকা বিশেষ প্রতিনিধি মোঃ মজিবুর রহমান তালুকদার, সাংবাদিক জিয়াউর রহমান, আমিনুল হকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় সভায় ওসি মো. দিদারুল ইসলাম বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এ সময় উপস্থিত সাংবাদিকরা পূর্বধলা থানার সঙ্গে তথ্য আদান–প্রদানসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দে


















