কুষ্টিয়া প্রতিনিধিঃ
একজন প্রশাসনিক কর্মকর্তা যখন পেশাজীবী মানুষের মতন কারিগর হিসেবে কাজ করেন নিতান্তই সেটা একটি বড় মহতী কাজ হয়ে দাঁড়ায়।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার বামুনপাড়া আশ্রায়ন প্রকল্প। ভূমিহীন আশ্রয়ন প্রকল্পের একজন কারিগর সম্প্রদায় ব্যাক্তি আশ্রম পাই বামুনপাড়া আশ্রয়ন প্রকল্পে।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া একখণ্ড জমি এবং ঘর পেয়ে নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেন ভূমিহীন কারিগর ব্যক্তি গামছা লুঙ্গি বানানোর কাজে।
বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস সরোজমিনে দেখতে যান তাদের কার্যক্রম। কৌতুহলবশে কিভাবে তৈরি হয় একটি গামছা বা লঙ্গী সেটা নিজ হাতেই হাতে-কলমে তৈরী করার চেষ্টা করলেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বামুনপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।