কুষ্টিয়া প্রতিনিধিঃ
প্রশাসনিক অবকাঠামো এবং প্রশাসনিক আইন বিচার এর গণ্ডি পেরিয়ে যখন শ্রেণি কক্ষে শিক্ষা দিতে ইউএনও যায় অবশ্যই সেই বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান গুণগত বৃদ্ধি পাবে সেটাই সাভাবিক।
ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের। নিয়মিত বিদ্যালয় পরিদর্শন এর অংশ হিসাবে উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস বুধবার (২২ জুন) দুপুরে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান।
আকস্মিক পরিদর্শনে তিনি স্বশরীরে ৮ ম শ্রেনীর ইংরাজি ক্লাসে উপস্থিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগের অনার্স মাস্টার্স পাশ প্রশাসনিক কর্মকর্তা রিপন বিশ্বাস আবেগ উচ্ছ্বসিত ভাবে তিনি অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজি বিষয়ের ক্লাস গ্রহণ করেন।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদের দক্ষতা অর্জন করতে পারলেই প্রশাসনের যেকোনো জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করা যায়। আগামী উন্নত বিশ্বের তোমরা সুনাগরিক। তোমাদেরকেই এই দেশ পরিচালনার দায়িত্ব নিতে হবে। সুনাগরিক হিসাবে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমাদেরকে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে প্রস্তুতি নিতে হবে বলেও তিনি বলেন।
আকস্মিক পরিদর্শনে বিদ্যালয়ের ক্লাসটিচার সহ বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।