বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান পোপ ফ্রান্সিস ইউক্রেনে ‘গণহত্যা’ এবং ‘অগ্রহণযোগ্য সশস্ত্র আক্রমণের’ নিন্দা জানিয়ে তা বন্ধ করার আহবান জানিয়েছেন।
পোপ ফ্রান্সিস রবিবার তাঁর সাপ্তাহিক প্রার্থনার পর দেওয়া বক্তৃতায় শিশু ও বেসামরিক লোকদের ‘বর্বর’ হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি বলেন, ‘ঈশ্বরের নামে… এই গণহত্যা বন্ধ করুন। ’
পোপ বলেন, শিশুদের হাসপাতালে বোমা হামলা, বেসামরিক নাগরিকদের লক্ষ করে হামলার মতো বর্বরতা কোনো কৌশলগত কারণ হিসেবে গ্রহণযোগ্য নয়।সূত্র: এএফপি