ইতালি নর্থ বিশেষ প্রতিনিধি –
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও রোজাদারদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির।
ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির স্হায়ী কার্যালয় এই ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম শিকদার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন বেপারি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন মল্লিক।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাষ্টার হাকিম শেখ।
ইফতার পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত, বয়ান পেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা এবং গাঁজায় অসহায় ফিলিস্তিনিদের জন্যে বিশেষ দোয়া ও মোনাজাত করেন হাসনাত সিকদার।
ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত বক্তব্যে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান করেন। তারা সংগঠন অন্যান্য কার্যক্রমের সাথে ইসলামিক কর্মকান্ড করে সমাজকে সুস্থধারায় পরিচালিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। এবং আগামী দিনে দেশের উন্নয়নেও কাজ করে যাবেন বলে আশ্বস্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন সর্বপ্রথম প্রেসক্লাব ইতালিয়ান সরকারি নিবন্ধন নাম্বারকৃত ১৭৪ ভেনিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর সম্মানিত সভাপতি এবং অল-ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব আয়েবাপিসি এর সাবেক সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মেসবাহ্ উদ্দিন আলাল।
আরোও উপস্থিত বক্তব্য রাখেন ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ভেনিস এর সম্মানিত সভাপতি জাকির হোসেন সুৃমন,সাধারণ সম্পাদক মাহমুদুল্লাহ সোহেল , সহ-সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সহ-সভাপতি হাকিম লাকুরিয়া,
ইতালীস্থ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, আঞ্চলিক, ব্যবসায়ীক,সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
বক্তারা ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সকল গতিশীল কর্মকান্ডে সক্রিয় সহযোগিতার আশ্বাস দেন এবং কমিউনিটির উন্নয়নে ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় কাজ করে যাবে বলে আশা ব্যক্ত করেন।
পরিশেষে ইফতার ও নৈশভোজের মাধ্যমে সমাপ্ত করা হয়।