ফারুক আহমেদ চান, মধ্যপ্রাচ্য ইনচার্জ।। সৌদি আরবে বাংলাদেশী বিনিয়োগকারী এবং সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাসকারী নজরুল ইসলাম খান আয়োজন করেছিলেন অনন্য এক ইফতার মাহফিলের। তার এই মাহফিলে সপরিবারে নিমন্ত্রিত ছিলেন রিয়াদের বাংলাদেশী কম্যুনিটির প্রতিনিধিত্বকারী রাজনৈতিক, সামাজিক -সাংস্কৃতিক, পেশাজীবী ও সাংবাদিক ব্যক্তিবর্গ।
মাহফিলের বিশেষ দিক ছিলো, এটি ছিল রমজানের তাৎপর্যের ওপর আলোচনা ও বিশেষ দোয়া ভিত্তিক। উল্লেখ্য যে জনাব নজরুল ইসলাম খান রিয়াদ আওয়ামী পরিষদের সহ-সভাপতিও। অনুষ্ঠানে আওয়ামী পরিষদের সভাপতি জনাব এম আর মাহবুব প্রধান অতিথি হিসাবে,এবং সাধারণ সমপাদক এম এজলিল রাজা প্রধান বক্তৃা হিসাবে নিমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে স্বল্প কথায় স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। আলী নুর রনির সন্সালনায় দীর্ঘ সময় ধরে হাফেজ মাওলানা আব্দুস সালাম সাহেব ধর্মীয় আলোচনা ও বিশেষ দোয়া করেন। উল্লেখ্য যে নজরুল ইসলাম খান বাংলাদেশ ও সৌদি আরব মিলিয়ে চারটি কোম্পানীর সত্ত্বাধিকারী। তার প্রতিষ্ঠান সমূহ:
নজরুল ইসলাম হাউজিং কোম্পানী
আল রাহা হাউজিং কন্ট্রাটিং কোম্পানী
আল আরব ফুড এ্যাণ্ড বেভারেজ
কমফোর্ট হাউজিং কন্ট্রাটিং কোম্পানী।
জনাব নজরুল ইসলাম উক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে দেশে এবং সৌদি আরবে এক বিশাল সংখ্যক স্বদেশবাসীর কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তিনি নিজে সমৃদ্ধ হওয়ার সাথে সাথে তার অর্জিত অর্থ বৈধ চ্যানেলে দেশে পাঠিয়ে স্বদেশের অর্থনীতিতেও রাখছেন অবদান। তিনি সেবামূলক কাজেও ব্যয় করেন অকৃপণ। আমরা কামনা করছি তার আকাশ ছোঁয়া সাফল্য। তাঁর সাফল্য বাংলাদেশের সাফল্য, প্রবাসী আমাদের জন্য সম্মানের।