মোঃ আরিফ, ভোলা।। ২২ অক্টোবর মঙ্গলবার ভোলার খাল সংলগ্ন বালুর মাঠে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ইং উপলক্ষে জেলেসহ বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
জনাব মোঃ আজাদ জাহান, জেলা প্রশাসন,ভোলা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা মিজ্ ফরিদা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জনাব সাঈদ মাহমুদ বেলাল হায়দার, সচিব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।
জনাব মোঃ জিল্লুর রহমান, মহাপরিচালক, মৎস্য অধিদপ্তর।
জনাব মোঃ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা।
ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ,(জি), পিএসসি,বিএন,
জোনাল কমান্ডার বাংলাদেশ কোস্টগার্ট,দক্ষিণ জোন,ভোলা।
কমান্ডার আবু বক্কর সিদ্দিক, (সি), পিএসসি,বিএন
কন্টিনজেন্ট কমান্ডার, বাংলাদেশ নৌবাহিনী, ভোলা কন্টিনজেন্ট।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রথমে বলেন চাঁদপুর কেন হবে ইলিশের বাড়ি।ইলিশের বাড়ি হবে ভোলা।ভোলা একটি সম্ভাবনা জেলা হতে পারে।
ইলিশ সংরক্ষণ অভিযান সঠিক এবং সুন্দর ভাবে পালন করার জন্য জেলেদের কে ধন্যবাদ জানান।প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন জেলের সকল দাবি মেনে নেওয়া হবে কিন্তু এখনই সব কিছু কথা দিতে পারবেননা তবে ঢাকায় গিয়ে জেলেদের সকল দাবি তুলে দরবেন এবং পূরণ করার চেষ্টা করবেন।এবং জেলেদের দাধনের টাকা কমিয়ে আবার জন্য জেলেদের কে সুদ মুক্ত ব্যাংক লোনের ব্যবস্থা করে দিবেন। আরো বলেন ভোলা জেলায় মহিষের দধি এখন সকল জেলায় বিখ্যাত। এবং ভোলার গ্যাস ভোলার মানুষ সঠিক ভাবে ব্যবহার করতে পারবেন সে আশ্বাস দেন। তিনি আরো বলেন ভোলা জেলা এতো সুন্দর একটি জেলা আমরা কেন ঢাকায় বসে থাকি আর ভোলার মানুষ কেন অন্য জেলায় ঘুরতে যায় ঢাকায় গিয়ে মানুষ কে বলবো যেন ভোলায় ঘুরতে আসে। পরিশেষে ইলিশের বাড়ি চাদপুর নয় ইলিশের বাড়ি আজ থেকে ভোলা বলে বক্তব্য শেষ করেন।
জনাব আজাদ জাহান স্যার সভাপতির বক্তব্যে বলেন ইলিশ সুপারি মহিষের দধি এই ৩টি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ভোলা জোলা।প্রধান অতিথির উদ্দেশ্য তিনি বলেন ভোলার গ্যাস যেন ভোলার মানুষ সঠিক ভাবে বয়বহার করতে পারেন সে জন্য যেন প্রধান উপদেষ্টা ভোলার মানুষের দিকে সুদৃষ্টি দেন এবং ভোলা জেলাকে একটি সম্ভাবনাময় সিঙ্গাপুর জেলায় রুপান্ত্রিত করার আশ্বাস দিয়ে সবাই উপস্থিত হওয়ার জন্য সকল জেলেদের কে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মোল্লা এমদাদুল্লাহ। ভোলা জেলা মৎস্য কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উপজেলারমৎস্য অফিসার।
ভোলা জেলা ক্ষুদ্র ও মৎস্য জীবি সমিতির সভাপতি মো এরশাদ।
এবং স্থায়ী জেলে ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ গন।