বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নাধীন প্রকল্পের দুই পদের জন্য ১ হাজার ১৪৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠান ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা’ শীর্ষক প্রকল্পের আওতায় এই জনবল নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র পাঠাতে পারবেন।
ওই প্রকল্পে প্রতি উপজেলায় গড়ে দুটি করে (উপজেলা/জোন/সার্কেলসহ) মোট ১০১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্পের মেয়াদকালীন (৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত) পরিচালনা করা হবে।
১. পদের নাম: শিক্ষক
পদের সংখ্যা: ১৩৮
বয়স: ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।
বেতন: মাসিক সম্মানী ১২,৫০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা/ইনসেনটিভের সুবিধা আছে।
২. পদের নাম: সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতাকারী
পদের সংখ্যা: ১০১০
বয়স: ১৮ থেকে ৩০ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়স শিথিলযোগ্য।
বেতন: মাসিক সম্মানী ৮,০০০ টাকা। বছরে দুটি উৎসব ভাতা।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের ইসলামিক ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম ডাউনলোডের পর তা পূরণ করে সংশ্লিষ্ট কাগজপত্রসহ নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৩।