ঈদকে সামনে রেখে হাসাঁড়া হাইওয়ে পুলিশের তৎপরতা বৃদ্ধি
এইচ. আই লিংকন, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে মলমপার্টি, ছিনতাইকারী ও চাঁদাবাজিসহ অপ্রীতিকর ঘটনা এড়াতে হাসাড়া হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
গতকাল বুধবার (৬এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-মাওয়া মহাসড়কের একাধিক স্থান ঘুরে দেখা যায় হাইওয়ে পুলিশের বিভিন্ন ইউনিট কর্মকর্তারা তৎপর ভাবে তাদের ডিউটি পালন করছে। মহাসড়কে দায়িত্বে থাকা হাসাড়া হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল সোহাগ বলেন, সাধারণ মানুষ যেন স্বাচ্ছন্দে চলাচল করতে পারে সে লক্ষ্যে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। সড়কে কোন দুর্ঘটনা ঘটলে আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করি। এছাড়া সড়কে দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো যেন অতিরিক্ত গতিতে না চালানো হয় সেদিকেও আমাদের তৎপরতা জোরদার করা হয়েছে। হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর- ২০২২ উপলক্ষে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ অত্যন্ত সততা ও নিস্ঠার সাথে মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচলে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সহিত সম্পৃক্ত নয়। এছাড়াও আসন্ন পবিত্র ঈদুল ফিতরে মহাসড়কে ছিনতাই ডাকাতি রোধকল্পে হাঁইওয়ে পুলিশের মোবাইল টিম ব্যপক তৎপর রয়েছে।